• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দিনে ভুরিভোজ রাতে যুবলীগ নেতাকে গ্রেপ্তার

শরীয়তপুর প্রতিনিধি    ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৬ পি.এম.
ছবি: সংগৃহীত

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিমের নিমন্ত্রণে পুলিশের মাসিক ভোজে অংশ নিয়েছিলেন কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের এক নেতা।

এমন ঘটনায় পরপরই ওসির নিরপেক্ষতা ও মান নিয়ে জেলাজুড়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আর সমালোচনা ছড়িয়ে পড়তেই রাতেই সেই যুবলীগ নেতাকে গ্রেপ্তার দেখালেন পুলিশ। 

থানা সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে পদ্মা সেতু দক্ষিণ থানায় মাসিক খানাপিনার আয়োজন করে থানা পুলিশ। ওই অনুষ্ঠানে থানা পুলিশ সদস্য, জেলা অতিরিক্ত পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন নাওডোবা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আলমগীর হোসেন সরদার, যুবলীগের সভাপতি মোক্তার বেপারীসহ অন্যরা।

এমন একটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

দেখা যায়, থানার মধ্যে পুলিশের আয়োজিত অনুষ্ঠানে কার্যক্রম নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতার উপস্থিত হওয়া নিয়ে দেখা দিয়েছে আলোচনা সমালোচনা। এদিকে সমালোচনার পর পর রাতেই ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেফতার করে পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মাসেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আহমেদ সেলিম বলেন, ‘আমাদের নিয়মিত ভোজ অনুষ্ঠানে মোক্তার বেপারী নাওডোবা বাজার কমিটির সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন। পরে জানতে পারি তিনি যুবলীগের নেতা। এরপর সার্কেল স্যারের নির্দেশে তাকে রাতেই গ্রেফতার করা হয়েছে।’

তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, মোক্তার বেপারীকে নাওডোবা ইউনিয়নে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সম্পৃক্ত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে আজ সকালে আদালতে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, ‘আমরা যে কাউকেই গ্রেপ্তার করতেই পারি যদি মনে হয় সে কোনো অপরাধের সাথে জড়িত আছে। আর ওসির বিষয়ে আমরা খতিয়ে দেখছি, উনি যদি কোনো দোষ করে থাকেন উনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।’

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেনীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন
ফেনীতে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ খুন
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীতে শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে শিক্ষকদের সংবর্ধনা ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত