• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইবি একাউন্টিং ক্লাবের বার্ষিক সভা ও বিদায় অনুষ্ঠান

ইবি প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) একাউন্টিং ক্লাবের বার্ষিক সভা ও প্রবীণদের বিদায় আনুষ্ঠান আয়োজন করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনের ২০২ নং কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে তারা। 

অনুষ্ঠানে নাজিয়া তাসনিম তুলি ও আল মাহমুদের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. আব্দুস সবুর, একাউন্টিং ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মিজানুর রহমান, অধ্যাপক ড. জাকির হোসেন। এছাড়াও একাউন্টিং ক্লাবের নেতৃবৃন্দ ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় উপদেষ্টা মিজানুর রহমান বলেন, এই ক্লাবের উদ্দেশ্য সমাজসেবামূলক কাজ করা। প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করা। বিভাগে অনেক অসচ্ছল শিক্ষার্থী আছে। তাদের খুঁজে বের করে সহায়তা করা ক্লাবের কাজ। যারা কাজ করে তারা সব জায়গায় কাজ করে, আর যারা কাজ করে না তারা সব জায়গায় ঘুমায়। তাই বিভাগের সকলকে এই ক্লাবের জন্য কাজ করতে এগিয়ে আসতে হবে।

এসময় একাউন্টিং ক্লাবের সভাপতি সাগর আহমেদ বলেন, আজকের অনুষ্ঠানের গত কমিটির বিদায় এবং বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে একাউন্টিং ক্লাব। যেমন কেউ অসুস্থ হলে ফান্ড কালেকশন করা, শিক্ষার্থীদের পেশাগত প্রস্তুতির জন্য ক্যারিয়ার সচেতনতা প্রোগ্রাের আয়োজন, এছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে সহায্যের হাত বাড়িয়ে দেয় এই ক্লাব। ইনশাআল্লাহ আমরা আগামীতে একাউন্টটিং ক্লাবকে ইবির প্রথম ক্লাব হিসেবে গড়ে তুলবো এবং ক্লাবের সদস্যদের তাদের সকল প্রত্যাশা পুরন করতে পারবো।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
অসুস্থ হয়ে জবি ছাত্রদল নেতা হাসিবের মৃত্যু
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘মার্চ ফর গাজা’ পদযাত্রা
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ
ফুড সিস্টেমস ইনোভেশন চ্যালেঞ্জ শীর্ষ তিনে বাংলাদেশ