• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

দৌলতপুরে যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী

কুষ্টিয়া প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২২ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রতিটি ইউনিয়নের একটি করে সড়ককে ‘ফলজ সড়ক’ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সড়কে বৃক্ষরোপন দৌলতপুর উপজেলা ছাত্রদল। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের প্রাগপুর--ধর্মদহ সড়কের গরুড়া প্রাথমিক বিদ্যালয় থেকে গরুরা বাজার পর্যন্ত সড়কের দুপাশে বৃক্ষরোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এ সময় উপজেলা বিএনপির সাধারন সম্পাদক বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, বিএনপি নেতা আসিফ রেজা শিশির, উপজেলা যুবদলের আহবায়ক বেনজির আহমেদ বাচ্চু, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমানসহ উপজেলা যুবদলের উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলা যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ বাচ্চু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ও উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিক নির্দেশনায় আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।

এই কর্মসূচির অন্যতম সমন্বয় বিএনপি নেতা আসিফ রেজা শিশির মোল্লা বলেন, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘ফলজ সড়ক’ প্রতিষ্ঠা করার উদ্দেশে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি রেজা আহমেদ বাচ্চু মোল্লার দিক নির্দেশনায় উপজেলা যুবদলের উদ্যোগে সড়কেটিতে আড়াই শতাধিক আম, কাঠাল ও জলপাই গাছ রোপনের মাধ্যমে এ কর্মসূচী পালন করা হচ্ছে। এর আগে ২ সেপ্টেম্বর উপজেলা রিফায়েতপুর  ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে একই কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন রকম ফলের চারা রোপণ করার মধ্য দিয়ে পর্যায়ক্রমে উপজেলার ১৪ ইউনিয়নে  একটি করে সড়ককে 'ফলজ সড়ক' নামকরণ করা হবে।  

কর্মসূচির উদ্বোধনকালে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান দেশব্যাপী পাঁচ কোটি গাছের চারা রোপনের যে ঘোষণা দিয়েছেন তা বাস্তবায়নের জন্য দৌলতপুর উপজেলা বিএনপির নির্দেশনায়  বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণের এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি