• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পাথরবাড়ীয়া হাই স্কুলের প্রধান শিক্ষকের চাকরী জাল সনদে

কুষ্টিয়া প্রতিনিধি    ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুষ্টিয়ার কুমারখালী পাথরবাড়ীয়া মজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ২২ বছর ধরে জাল সনদে চাকরীর অভিযোগ উঠেছে। এমনকি তার বিরুদ্ধে উঠেছে অনিয়ম,অব্যবস্থাপনা,অর্থআত্মসাত ও দুর্নীতির অভিযোগও। অভিযুক্ত প্রধান শিক্ষক রবিউল আলম- ২০০৩ সালে কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পান  জাল সনদে কুমারখালী পাথরবাড়ীয়া মজিবুর রহমান মাধ্যমিক  বিদ্যালয়ে। এর পর ২০২০ সালে জাল সনদে  হন প্রধান শিক্ষক ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ ২২ বছর ধরে কম্পিউটার প্রশিক্ষণের জাল সনদপত্র দিয়ে চাকরি নিয়ে বহাল তবিয়তে আছেন প্রধান শিক্ষক রবিউল। প্রতিষ্ঠান থেকে নিচ্ছেন বেসরকারি বেতনভাতা। শিক্ষা মন্ত্রণালয়ের বিধি না মেনে এসব শিক্ষক নামসর্বস্ব অস্তিত্বহীন কম্পিউটার সেন্টার থেকে ভুয়া সনদপত্র সংগ্রহ করে চাকরিতে নিয়োগ পান। 

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষকরা বলছেন, বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনাসহ নানা বিষয়ে শিক্ষক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কারো কোনো মতামত নেন না প্রধান শিক্ষক রবিউল। চাচা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জিল্লুর রহমান মধুর প্রভাব খাটিয়ে যা খুশি তাই করেন তিনি। প্রধান শিক্ষক হওয়ার পরে তিনি ৫ জন কর্মচারির নিয়োগ দিয়েছেন টাকার বিনিময়ে। বিদ্যালয়ের আয়-ব্যায় হিসেব কাউকে না জানিয়ে সেই টাকা আত্মসাৎ অভিযোগ রয়েছে । এমন অনিয়মের সাথে জড়িত প্রধান শিক্ষকরে শাস্তি চাই তারা।

জানতে চাইলে পাথরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রবিউল আলম জাল সনদের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বিধি মোতাবেকই চাকরি পেয়েছেন। এমনকি বিদ্যালয়ের কর্মচারি নিয়োগে অনিয়ম  ও দূর্নীতির বিষয়গুলো এড়িয়ে চলে যান।

এলাকার সচেতন মহলের দাবী, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হলেই প্রধান শিক্ষকের সকল দুর্নীতি, অনিয়ম, অর্থ আত্মসাৎ ও ক্ষমতার অপব্যবহারের সকল চিত্র উঠে আসবে। তাই বিষয়টি তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবী তাদের। 

বিষয়টি অবগত উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাজমুল হকও। তিনি জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে নেওয়া হবে ব্যবস্থা। আর অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা জানান কুমারখালী উপজেলা নিবার্হী কর্মকর্তা মিকাইল ইসলাম।

শুধু আশ্বাসে নয়, দ্রুত এই প্রধান শিক্ষক রবিউল আলমের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবী সচেতন মহলের।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি