• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খুলে দেয়া হয়েছে ৪৪ জলকপাট

বিপৎসীমার ওপরে তিস্তার পানি

নিজস্ব প্রতিবেদক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

উজানের ঢল ও টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে লালমনিরহাটে তিস্তা পাড়ের বেশ কিছু নিচু এলাকা তলিয়ে গেছে। পানি নিয়ন্ত্রণে রাখতে এরইমধ্যে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দেয়া হয়েছে। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী, লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে পানির সমতল দাঁড়িয়েছে ৫২.১৮ মিটার, যা বিপৎসীমা (৫২.১৫ মিটার) থেকে ৩ সেন্টিমিটার ওপরে। 

এর ফলে নিচু এলাকার বসতবাড়ি, কৃষকের রোপা আমন এবং শাক সবজিসহ বিভিন্ন ক্ষেত খামার তলিয়ে গেছে। লালমনিরহাট সদর ও হাতীবান্দা উপজেলার কয়েকটি ইউনিয়ন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

হাতীবান্ধা সিন্দুর্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর ইসলাম গণমাধ্যমকে বলেন, তার ইউনিয়নে প্রায় দেড় হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। মানুষের কষ্ট লাঘবে জরুরি ত্রাণ সহায়তার প্রয়োজন।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, উজানের ঢল ও বৃষ্টির কারণে তিস্তার পানি বৃদ্ধি পেয়েছে। তবে আপাতত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে
নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে
বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইনের মাধ্যমে মধুপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
বর্ণাঢ্য র‌্যালি, ক্যাম্পেইনের মাধ্যমে মধুপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত
টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত