• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

প্রথম বাধার মুখোমুখি নেপালের কার্কি সরকার

ভিওডি বাংলা ডেস্ক    ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত

নেপালের অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব নেয়ার পর থেকেই ঘর গুছাতে শুরু করেন দেশটির প্রথম নারী প্রধান বিচারপতি সুশীলা কার্কি। নেপালের জেন জি বিক্ষোভে নেতৃত্ব দেয়া সংগঠনের নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনার মাধ্যমে সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিতে শুরু করেন তিনি। তারই ধারাবাহিকতায় সোমবার মন্ত্রিসভার তিন সদস্যকে নিয়োগ দিয়েছেন সুশীলা কার্কি। 

আর এই নিয়োগকে কেন্দ্র করেই কার্কির সরকার এখন প্রথম বাধার মুখোমুখি। কারণ কার্কির এই নিয়োগ পছন্দ হয়নি জেন জি আন্দোলনে নেতৃত্ব দেয়া গোষ্ঠিটির। দুই গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র ও আইন মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে ওম প্রকাশ আরিয়ালকে বেছে নেয়ার বিষয়ে জেন জি আন্দোলনকারীদের কোন আলোচনা করা হয়নি। গত সপ্তাহে ওলি সেনা প্রধানের সঙ্গে জেন জি’র আলোচনায় সহায়তা করেছিলেন ওম প্রকাশ। 

নেপাল টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, জেন-জি আন্দোলনে নেতৃত্ব দেয়া ‘হামি নেপাল’ গোষ্ঠির নেতা সুদান গুরুংয়ের সমর্থকদের একটি দল এবং গণবিক্ষোভে নিহত তরুণদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর বাসভবনের বাইরে রোববার মধ্যরাতে বিক্ষোভে করে তাদের ক্ষোভের কথা জানান। এ সময় তারা বলেন, যদি প্রধানমন্ত্রী তাদের কথা না শুনেন তাহলে তাঁকে পদত্যাগ করতে হবে। 

আইনজীবী ওম প্রকাশ আরিয়াল আরিয়াল কাঠমান্ডুর মেয়র বালেন শাহের একজন আইনি উপদেষ্টাও, যিনি জেন জি আন্দোলনের এক সমর্থক। তবে অন্তর্বর্তী সরকার পরিচালনার তার নিয়োগ প্রত্যাখ্যান করেছে হামি নেপালের নেতারা। তারা বলছেন, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রনালয়ের মন্ত্রী বাছাই করার সময় তাদের সঙ্গে আলোচনা করেননি সরকার প্রধান কার্কি। এতে করে তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছে। 

অন্য দুই মন্ত্রীর মধ্যে রয়েছেন প্রাক্তন অর্থসচিব রামেশ্বর খানালকে অর্থমন্ত্রী এবং নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের (এনইএ) জনপ্রিয় প্রাক্তন প্রধান কুলমান ঘিসিংকে জ্বালানিমন্ত্রী, নগর উন্নয়নমন্ত্রী এবং ভৌত অবকাঠামো ও পরিবহনমন্ত্রী। সোমবার তারা শপথ গ্রহণ করেন। প্রধানমন্ত্রী কার্কি বলেছেন, তিনি মন্ত্রী পরিষদে যোগ্য এবং সৎ টেকনোক্র্যাটদের চান। জেন জি এমন প্রার্থীদের জন্য চাপ দিচ্ছেন যারা তার মানদণ্ড পূরণ করে না। 

জেন জি তালিকায় একজন সামরিক কর্মকর্তা এবং মেয়র বালেন শাহের প্রার্থীর নাম ছিলো। আর কার্কির তালিকায় আরও রয়েছেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল বালানন্দ শর্মা, ম্যাগসেসে পুরস্কার বিজয়ী জাতীয় উদ্ভাবন কেন্দ্রের মহাবীর পুন, সদ্য আরএসপি ত্যাগকারী প্রাক্তন শিক্ষামন্ত্রী সুমনা শ্রেষ্ঠা এবং ধরণের মেয়র হরকা সাম্পাং-এর নাম রয়েছে বলে জানা গেছে।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত