• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ভাঙ্গায় তাণ্ডব

শান্তি-শৃঙ্খলা রক্ষায় করণীয় সব ব্যবস্থা নেবো: ডিআইজি

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার দু’টি ইউনিয়ন পুনর্বিন্যাসের প্রতিবাদে মহাসড়ক অবরোধ, অফিস ও থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ঢাকায় ফেরার সময় তিনি সাংবাদিকদের বলেন, “জনগণের শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় আমরা সব ব্যবস্থা নেবো। ইতোমধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।”  

ডিআইজি জানান, হামলা ও অগ্নিসংযোগে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙ্গা থানার ক্ষতির দায়িত্ব জেলা পুলিশকে এবং উপজেলা পরিষদের ক্ষতির দায়িত্ব জেলা প্রশাসককে দেওয়া হয়েছে।

এর আগে তিনি ক্ষতিগ্রস্ত অফিসগুলো পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন এবং স্থানীয় প্রশাসন ও কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি বৈঠক করেন।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা জানান, ইউনিয়ন পুনর্বিন্যাস বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা করে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। এ বিষয়ে হাইকোর্টে রিট হওয়ায় আগামী ২১ সেপ্টেম্বর শুনানির পর সিদ্ধান্ত জানা যাবে।

ভাঙ্গার জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে ডিসি বলেন, “আপনারা কর্মসূচি থেকে ফিরে আসুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন। ভাঙ্গার সুনাম রক্ষায় জনগণের যেন কষ্ট না হয়, সেদিকে সবাইকে সচেতন থাকতে হবে।”

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান, ফরিদপুরের পুলিশ সুপার এম এ জলিল, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) আসিফ ইকবাল, ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ হোসেন, হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি