• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কার্নিশে ঝুলে থাকা ছাত্রকে গুলি: অভিযোগ গঠনের আদেশ আজ

নিজস্ব প্রতিবেদক    ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এ.এম.
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দু’জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে আজ  মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেওয়া হবে।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেবেন।

এর আগে ১১ সেপ্টেম্বর শুনানি শেষে এ আদেশের জন্য আজকের দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শুনানিতে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিম ও সাইমুম রেজা তালুকদার। 

পলাতক চার আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন অব্যাহতির আবেদন করেন। এছাড়া গ্রেপ্তার আসামি রামপুরা ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারের পক্ষে শুনানি করেন আইনজীবী সারওয়ার জাহান। তার অবশিষ্ট শুনানি আজ হবে। সকালে চঞ্চলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

পলাতক চার আসামি হলেন-ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি মো. রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান এবং এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া। গত ১০ আগস্ট তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রামপুরায় হোটেলের কাজ শেষে ফুফুর বাসায় ফেরার পথে পুলিশ-বিজিবির ধাওয়া এড়াতে এক নির্মাণাধীন ভবনের ছাদে ওঠেন ব্রাহ্মণবাড়িয়ার আমির হোসেন। জীবন বাঁচাতে কার্নিশ ধরে ঝুলে থাকলেও পুলিশ তাকে লক্ষ্য করে গুলি চালায়। ছয়টি গুলির পর নিচে পড়ে গেলে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেন। দীর্ঘদিন চিকিৎসার পর তিনি বাড়ি ফেরেন।

একই দিনে বনশ্রী এলাকায় পুলিশের গুলিতে নিহত হন নাদিম ও মায়া ইসলাম। গুলিবিদ্ধ হন মায়ার ছয় বছর বয়সী নাতি বাসিত খান মুসা। পরে তাকে সিঙ্গাপুরে নিয়ে চিকিৎসা দেওয়া হলেও এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছে না শিশু মুসা।

এ মামলায় গত ৭ আগস্ট আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর ফারুক আহাম্মদ। এর আগে ৩১ জুলাই তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আর গত ২৬ জানুয়ারি রাতে এ মামলার একমাত্র গ্রেপ্তার আসামি চঞ্চল চন্দ্র সরকারকে খাগড়াছড়ির দীঘিনালা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
চিফ প্রসিকিউটর গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা
শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
গুম-নির্যাতনে মামলা শেখ হাসিনাসহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি শুরু
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল
জুলাই হত্যা মামলায় ট্রাইব্যুনালে সালমান-আনিসুল