• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

১৭ নারীর সঙ্গে বিবাহের অভিযোগে বরিশালের বন কর্মকর্তা বরখাস্ত

বরিশাল প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ এ.এম.
মো. কবির হোসেন পাটোয়ারী-ছবি সংগৃহীত

বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. কবির হোসেন পাটোয়ারীকে ১৭ নারীর সঙ্গে একাধিক বিয়ের অভিযোগের কারণে সাময়িক বরখাস্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এই আদেশ দেওয়া হয়। তাকে বর্তমানে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

বরিশাল বিভাগের উপকূলীয় বন সংরক্ষক মিহির কুমার দে জানিয়েছেন, মন্ত্রণালয় থেকে বরিশাল ডিএফও’র ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পটুয়াখালী উপ-বন সংরক্ষক ড. মোহাম্মদ জাহিদুর রহমান মিঞাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বুধবার দায়িত্বভার গ্রহণ করবেন।

উল্লেখ্য, ১১ সেপ্টেম্বর বরিশাল নগরের কাশিপুর বন সংরক্ষক কার্যালয়ের সামনে সাবেক স্ত্রীরা ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন। এরপর মঙ্গলবার দুপুরে বরিশাল আদালতে অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু স্ব-প্রণোদিত হয়ে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ