• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাশিয়া-বেলারুশের যৌথ মহড়ায় অংশ নিল ভারত ও বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ‘জাপাড-২০২৫’-এ অংশ নিয়েছে ভারত, বাংলাদেশসহ ছয়টি দেশ। পাঁচ দিনব্যাপী এই মহড়ায় সম্ভাব্য আক্রমণের ক্ষেত্রে সামরিক প্রস্তুতি পরীক্ষা করা হয়।

রুশ সংবাদ সংস্থা তাস জানিয়েছে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ৬৫ জন সেনাকে মহড়ায় পাঠিয়েছে। মহড়ায় মোট ১ লাখ সেনা, পারমাণবিক সক্ষমতা সম্পন্ন বোমারু বিমান ও যুদ্ধজাহাজ প্রদর্শন করা হয়।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দেন, “আজ আমরা জাপাড-২০২৫ কৌশলগত মহড়ার চূড়ান্ত অংশ পরিচালনা করছি।” ভারতের পাশাপাশি ইরান, বাংলাদেশ, বুরকিনা ফাসো, ডিআর কঙ্গো ও মালি থেকেও সেনা অংশ নেয়।

ভারতের কুমাওন রেজিমেন্টের একটি ব্যাটালিয়ন নেতৃত্বে অংশগ্রহণ বিশেষ নজর কেড়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক ও আন্তর্জাতিক কূটনীতিতে সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা চলছে।  

এর আগেও ভারত রাশিয়ার মহড়ায় অংশ নিয়েছে। ২০২১ সালে সন্ত্রাসবিরোধী ও প্রচলিত যুদ্ধ কার্যক্রমে ভারতীয় সেনারা ভলগোগ্রাদে অংশ নিয়েছিল। ভারত-রাশিয়ার সম্পর্ক দীর্ঘমেয়াদী; সোভিয়েত আমল থেকে ভারতের বেশিরভাগ প্রতিরক্ষা সরঞ্জাম রাশিয়া থেকে আসে।

ইরানও জাপাড মহড়ায় অংশ নেয়, যদিও সরকারিভাবে বিষয়টি নিশ্চিত হয়নি। পশ্চিমা গোয়েন্দাদের মতে, ইরান মস্কোকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ আত্মঘাতী ড্রোন সরবরাহ করছে এবং চলতি বছর দু’দেশ “সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি” স্বাক্ষর করেছে।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়