• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

যুবদল নেতাকে হত্যা চেষ্টাকারীদের বিচার দাবীতে বিএনপির বিক্ষোভ

খাগড়াছড়ি প্রতিনিধি    ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলামকে পরিকল্পিত মোটরসাইকেল চাপায় হত্যা চেষ্টার তীব্র নিন্দা ও জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে তিনটহরী ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ইউনিয়ন যুবদলের আয়োজনে তিনটহরী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নানা স্লোগানে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে তিনটহরী বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইউনুছ আলী সুমনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা জুবায়ের হোসেন জুয়েলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোরশেদ, পলাশ দে, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোকতার হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. রবিউস সানি ও ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সম্পাদক সজিব হাসান প্রমূখ।

এসময় বক্তারা বলেন, 'আওয়ামী শাসনামে দীর্ঘ ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা আওয়ামীলীগ দ্বারা নির্যাতিত হয়েছে এবং এখনো হচ্ছে। তারই নজির ইউনিয়ন যুবদল নেতা নুরুল ইসলামকে হত্যা চেষ্টা। এই নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের সুষ্ঠু বিচার দাবী করছি'।

এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে গত সোমবার দুপুর খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের তিনটহরী উচ্চ বিদ্যালয়ের সামনে হত্যার উদ্দেশ্যে ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. নুরুল ইসলামকে মোটরসাইকেল চাপা দেয় স্থানীয় যুবলীগ কর্মী আবদুল মোমিন। পরে অভিযোগে প্রেক্ষিতে মোমিনসহ দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা মো. নুরুল ইসলাম চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
শিবচরে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত
রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা
রাজবাড়ীতে শিক্ষদের ৫ দফা দাবিতে মতবিনিময় সভা
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু
কুড়িগ্রামে মাদ্রাসা যাওয়ার পথে বজ্রপাতে শিশুর মৃত্যু