• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

অর্থ আত্মসাৎ মামলায় ইভ্যালির রাসেল-শামীমার ৩ বছরের কারাদণ্ড

আদালত প্রতিবেদক    ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পি.এম.
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিন। সংগৃহীত ছবি

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বাদী পক্ষের আইনজীবী এইচ এম রুহুল আমিন মোল্লা জানান, আসামিরা প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিশ্বাস ভঙ্গ করেছেন। রায় ঘোষণার সময় তারা পলাতক ছিলেন। আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেছেন।

মামলার নথি থেকে জানা যায়, মো. আবুল কালাম আজাদ নামে এক ভুক্তভোগী ২০২৩ সালের ৭ ডিসেম্বর মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে পিবিআইয়ের উপ-পরিদর্শক বাসুদেব সরকার ২০২৪ সালের ২৭ মার্চ প্রতিবেদন জমা দেন। একই বছরের ৯ ডিসেম্বর অভিযোগ গঠন করা হয়। তিনজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ রায় ঘোষণা করেন।

অভিযোগে বলা হয়, আসামিরা যোগসাজশে প্রতারণার উদ্দেশ্যে ইভ্যালি প্রতিষ্ঠা করে গ্রাহকদের আকৃষ্ট করতে চমকপ্রদ বিজ্ঞাপন দিতেন। এসব বিজ্ঞাপনে প্রলুব্ধ হয়ে বাদী ২৩ লাখ টাকা দিয়ে ১১টি মোটরসাইকেল কেনেন। প্রতিশ্রুত সময়সীমায় পণ্য সরবরাহ না করে ছলচাতুরির মাধ্যমে টাকাটি আত্মসাৎ করা হয়।

ভিওডি বাংলা/ আরিফ



  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
পাসপোর্ট ফেরত পেলেন না মেঘনা আলম
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
৩০ আসামির বিরুদ্ধে অষ্টম দিনের সাক্ষ্যগ্রহণ আজ
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল
সাবেক ডিসি সুলতানার জামিন চেম্বারেও বহাল