তাহসানের নতুন জীবনে ভালোবাসার রং


চলতি বছরের শুরুতে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে আবারও এসেছে ভালোবাসা।
তাহসানের স্ত্রী রোজা আহমেদ পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয়।
সম্প্রতি রোজা একটি ফটো স্টোরি শেয়ার করেছেন, যেখানে দেখা যায়, তিনি তাহসানের উরুর উপর শুয়ে রয়েছেন, আর তাহসানের চোখে রোদ চশমা। দুজনের পরনে মিষ্টি রঙের টি-শার্ট। ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছে তাহসানের একটি গান, আর ক্যাপশনে রোজা লিখেছেন, “বৃত্তের ভেতর শুধু তুমি আছো।”
তাহসান ও মিথিলা ২০০৬ সালের ৭ আগস্ট বিয়ে করেছিলেন। তাদের কন্যা আইরা জন্ম নেন ২০১৩ সালের ৩০ জুলাই। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘোষণা করা হয়। মিথিলা ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
ভিওডি বাংলা/জা