• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নবীনগরে বিএনপির মনোনয়ন চান আউয়াল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি    ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি হিসেবে নিজেকে এগিয়ে ধরেছেন শিক্ষানুরাগী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুল আউয়াল।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে নবীনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “আমি আগামী জাতীয় সংসদ নির্বাচনে নবীনগর থেকে বিএনপির মনোনয়ন চাইব এবং এজন্য সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি।”

এ সময় মোহাম্মদ আব্দুল আউয়াল আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি তাকে বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে দেশ উন্নতি ও সমৃদ্ধিতে এগিয়ে যাবে।  

এই কর্মসূচি বাস্তবায়ন করতে তিনি সবসময় সচেষ্ট থাকবেন। দল যাকে যোগ্য মনে করবে তাকেই মনোনয়ন দিবে, তাদের পক্ষে এবং দেশের কল্যানে বিএনপির প্রতিটি নেতাকর্মী কাজ করবে বলেও মনে করেন তিনি। আগামী নির্বাচনে দল থেকে মনোনয়ন দিলে এবং নির্বাচনে জয়লাভ করলে ৩১ দফার পরিপূর্ণ বাস্তবায়নের চেষ্টা করবেন বলে জানান আব্দুল আউয়াল। 

আর দল যদি মনে করেন তার চেয়ে যোগ্য কেউ আছেন, সেটিও দলের সিদ্ধান্ত। তবে দলের ৩১ তথা বাস্তবায়নে এলাকার মানুষের সাথে সম্পৃক্ত থেকে কাজ করতে চান তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। বীর মুক্তিযোদ্ধা একে এম জসিম উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোরশেদুল ইসলাম লিটনসহ প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ