• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এবার বাংলাদেশসহ ৯ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক    ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বাংলাদেশের জন্য পর্যটন ও কর্ম ভিসার ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা ছাড়াও আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডার নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে।

ইউএই-এর অভিবাসন বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই ৯ দেশের নাগরিকদের ব্যবসায়িক উদ্দেশ্যে আমিরাতে প্রবেশের আবেদনও এই নিষেধাজ্ঞার আওতায় থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরাপত্তা উদ্বেগ, ভূ-রাজনৈতিক সম্পর্ক এবং মহামারি পরিস্থিতি (যেমন কোভিড-১৯) এই নিষেধাজ্ঞার প্রধান কারণ। তবে বিস্তারিত ব্যাখ্যা দেশটি প্রকাশ করেনি।

২০২৬ সালের জানুয়ারিতে নিষেধাজ্ঞা কার্যকর হলে এই আবেদনের সুযোগ আর থাকবে না বাংলাদেশসহ ৯ দেশের নাগরিকদের জন্য, যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ধস
ভারতের বেনারসি শাড়ি ব্যবসায় ধস
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
ভারতে কাশির সিরাপ খেয়ে ১১ শিশুর মৃত্যু
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭
আকস্মিক বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপাল, নিহত ৪৭