• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

পদ্মের রঙে সেজেছে সোনাকান্ত বিল প্রকৃতির ক্যানভাসে মুগ্ধ দর্শনার্থী

সিরাজগঞ্জ প্রতিনিধি    ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

যেন প্রকৃতির নিপুণ হাতে আঁকা এক বিশাল ক্যানভাস। সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিল এখন পদ্মফুলের রাজ্যে পরিণত হয়েছে। দিগন্তজুড়ে লাল-সাদা পদ্মের নয়নাভিরাম সমারোহে সৃষ্টি হয়েছে এক স্বর্গীয় আবেশ। বর্ষার জলে ভাসমান একেকটি পদ্ম যেন একেকটি কবিতা, যা দেখে মুগ্ধ হচ্ছে দূর-দূরান্ত থেকে ছুটে আসা অগণিত প্রকৃতিপ্রেমী।

প্রায় ৪০ বিঘা জুড়ে বিস্তৃত এই জলাভূমি এখন শুধুই জলের রাজ্য নয়, এ যেন পদ্মের এক বিশাল সাম্রাজ্য। সোনাকান্ত বিলের এই রূপ দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। তাদেরই একজন  হাসান মাহমুদ বলেন, শহর থেকে ভাই-বোনদের নিয়ে এসেছি এই অপরূপ দৃশ্য দেখতে। একসাথে এত পদ্ম দেখে মনটা ভরে গেল। এখানে নৌকার ব্যবস্থা থাকলে এই সৌন্দর্য আরও কাছ থেকে উপভোগ করা যেত।

এই সৌন্দর্যের আড়ালে রয়েছে কিছু শৈশবের জীবিকার গল্প। রা‌হিলা ও র‌হিমার মতো শিশুরা প্রতিদিন পদ্ম গাছের কাঁটার আঘাত সয়ে ফুল তোলে। সেই ফুল বাজারে বিক্রি করে তাদের আয় হয় ২৫০-৩০০ টাকা। তারা জানায়, শ্রাবণ আর ভাদ্র এই দুই মাস আমরা ফুল তুলি। বিলের মালিকেরা আমাদের কিছু বলেন না।

একসময় আমাদের দেশ পদ্ম ফুলে ভরা থাকলেও বিল ভরাটের কারণে তা আজ বিলুপ্তির পথে। এই ফুলের গুণ অপরিসীম এবং এর সংরক্ষণে পদক্ষেপ নেওয়া জরুরি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমি জানান, পাখির মাধ্যমে বীজ ছড়িয়ে প্রাকৃতিকভাবেই এই পদ্মের বিস্তার ঘটেছে, যা বিলটিকে একটি অনন্য দর্শনীয় স্থানে পরিণত করেছে।

প্রকৃতির এই অপার দান একদিকে যেমন দর্শনার্থীদের মনকে প্রশান্তি দিচ্ছে, তেমনই হয়ে উঠেছে এলাকার শিশুদের আয়ের উৎস। সোনাকান্ত বিল আজ কেবল একটি জলাশয় নয়, এটি সৌন্দর্য, জীবন ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন।

ভিওডি বাংলা/ এমএইচ 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি