• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ব্রাহ্মণবাড়িয়ায় বিকল হয়ে পড়লো তিতাস কমিউটার ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৪ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা তিতাস কমিউটার ট্রেনটি হঠাৎ করেই ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনটি দীর্ঘক্ষণ ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে দাঁড়িয়ে আছে। হঠাৎ এমন ঘটনায় যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। নারী-পুরুষ ও শিশু যাত্রীরা ট্রেনের ভেতরে অস্বস্তিকর অবস্থায় অপেক্ষা করছেন।

এ বিষয়ে তিতাস ট্রেনের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, “যেহেতু ইঞ্জিন বন্ধ হয়ে গেছে, কন্ট্রোলের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারব না। তবে আমাদের চেষ্টা চলছে, কিছুক্ষণ সময় লাগতে পারে।”     

এদিকে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায়ই এই রুটে ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় তাদের ভোগান্তির শেষ থাকে না। তারা দ্রুত সমাধানের জন্য রেলওয়ে কর্তৃপক্ষের জরুরি উদ্যোগ কামনা করেছেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ