• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

বিক্ষোভে উত্তাল ফিলিপাইন

আন্তর্জাতিক ডেস্ক    ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে জালিয়াতির অভিযোগে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় হাজার হাজার মানুষ দুর্নীতি-বিরোধী বিক্ষোভ করেছেন।বন্যায় কোটি কোটি ডলারের ক্ষয়ক্ষতি হওয়ায় রোববার দেশটির ক্ষুব্ধ জনতা ওই বিক্ষোভ করেছেন।

বিক্ষোভে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণে সম্ভাবনা ঘিরে রাতেই দেশটির পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়। সহিংসতার আশঙ্কায় নিরাপত্তা বাহিনীর অন্যান্য সদস্যদেরও মোতায়েন করা হয়।

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়ায় সংসদ সদস্যদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি ও চরম মূল্যস্ফীতির প্রতিবাদে দেশজুড়ে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেন। দেশটিতে এই বিক্ষোভে পুলিশি সহিংসতায় প্রাণহানির ঘটনাও ঘটে।

ম্যানিলায় রোববারের বিক্ষোভে যোগ দেওয়া লোকজনের হাতে জাতীয় পতাকার পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যানার-ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘‘আর নয়, অনেক হয়েছে, কারাগারে পাঠাও’’ লেখা ব্যানার নিয়েও বিক্ষোভ করেন এবং দুর্নীতিতে জড়িতদের বিচারেরে দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান দেন।

ছাত্র আন্দোলনকর্মী আলথিয়া ট্রিনিদাদ মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, ‘‘আমরা দারিদ্র্যের মাঝে ডুবে আছি। আমাদের ঘরবাড়ি, জীবন ও ভবিষ্যৎ হারাচ্ছি, অথচ তারা আমাদের করের টাকা দিয়ে বিলাসবহুল গাড়ি কেনে, বিদেশ ভ্রমণ করে এবং বিশাল বিশাল ব্যবসা করে। এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টের।’’

তিনি বলেন, আমরা এমন একটি ব্যবস্থার দিকে যেতে চাই, যেখানে মানুষ আর শোষণের শিকার হবে না। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে, রোববার সকালের দিকে রাজধানী ম্যানিলার লুনেটা পার্কে প্রায় ১৩ হাজার মানুষ জড়ো হয়ে বিক্ষোভ করেন।

চলতি বছরের জুলাইয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মারকোস জুনিয়রের দেওয়া বার্ষিক ভাষণে ‘ভূতুড়ে অবকাঠামো প্রকল্পের’ এই কেলেঙ্কারি ঘটনা তুলে ধরার পর থেকেই দেশটিতে জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। পরে দেশের ৯ হাজার ৮৫৫টি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের অনিয়ম তদন্তে একটি স্বাধীন কমিশন গঠন করেন মারকোস। প্রকল্পগুলোর মোট ব্যয় ছিল ৫৪৫ বিলিয়ন পেসো (৯.৫ বিলিয়ন ডলার)।

দেশটির ধনকুবের দম্পতি সারা ও প্যাসিফিকো ডিসকায়ার পরিচালিত একাধিক নির্মাণ কোম্পানি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের চুক্তি পেয়েছেন বলে তথ্য প্রকাশ্যে আসার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একই সঙ্গে এই দম্পতির মালিকানাধীন ইউরোপীয় ও মার্কিন বিলাসবহুল গাড়ি এবং এসইউভির ছবি প্রকাশিত হওয়ার পর জনতা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাতে শুরু করে।

প্রেসিডেন্ট মারকোস বলেন, এই কেলেঙ্কারির প্রতিবাদে জনগণের বিক্ষোভকে তিনি দোষারোপ করেন না। তবে তিনি বিক্ষোভ শান্তিপূর্ণ রাখার আহ্বান জানান। পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত