শেরপুর জেলা অবৈধ জাল বিরোধী অভিযানে চায়না


শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের বউলি বিলের প্রাকৃতিক পরিবেশ ও বিলের বাস্তুতন্ত্র রক্ষার লক্ষ্যে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) শেরপুর সদর ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইশতিয়াক মজনুন ইশতি এর নেতৃত্বে চার ঘণ্টা ব্যাপী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এই অভিযানে উপজেলা মৎস্য অধিদপ্তরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মমতাজুন্নেছা এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা, শেরপুর সদর থানা সার্বিক সহযোগিতা করেন।অভিযানে ৬০টি চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল জব্দ করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা, প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষায় এবং সীমান্তবর্তী মাছ সংরক্ষণের স্বার্থে অনুরোধ করেন।
অভিযানে তারা বলেন, অবৈধ জাল ব্যবহার করবেন না।মৎস্য সম্পদ রক্ষায় কারো অনুপযুক্ত কার্যক্রম দেখলে দ্রুত উপজেলা মৎস্য অফিস/থানায় জানাতে অনুরোধও কেরন।
ভিওডি বাংলা/ এমএইচ