• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

তাড়াশে যুবদল ও ছাত্রদলের উদ্যোগে পৌর শহরের রাস্তা সংস্কার

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি    ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ পি.এম.
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে যুবদল ও ছাত্রদলের সেচ্ছা শ্রমে সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে পৌরসভার ১০০ ফিট রাস্তা সংস্কার করা হয়েছে। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমরান এইচ সজিবের উদ্যোগে যুবদলের সহযোগীতায় রাস্তাটি সংস্কার করা হয়।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে  তাড়াশ উপজেলা যুবদল ও ছাত্রদল নিজেদের সেচ্ছা শ্রম ও অর্থে পৌর শহরের প্রবেশ দ্বারে ওই জনগুরু¡পূর্ণ রাস্তাাটির সংস্কার করেন।

জানা গেছে, বারোয়ারী বটতলা থেকে প্রেসক্লাব পর্যন্ত রাস্তাটির সরকারী গার্লস হাই স্কুল গেট সংলগ্ন ৪০ থেকে ৫০ ফুট রাস্তা খানা খন্দের সৃষ্টি হয়ে চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়ে ছিল। একটু বৃষ্টি হলেই পানি জমে চলাচলে ভোগান্তিতে পড়তে হতো স্কুলগামী শিক্ষার্থী ও পৌরবাসীদের। ফলে জন ভোগান্তি চরমে উঠেছিল। পৌর প্রশাসককে বারবার বলেও রাস্তার ওই অংশের সংস্কার হচ্ছিল না এমনটি জানিয়েছেন স্থানীয় পৌরবাসী। আর এ অবস্থায় নিজেদের সেচ্ছা শ্রম ও অর্থে রাস্তাটি সংস্কার করেন তাড়াশ উপজেলা যুবদল ও ছাত্রদল। তাদের এমন উদ্যোগকে ভুক্তভোগী শত শত পৌরবাসী প্রসংশা করেছেন।

তাড়াশ সরকারী গার্লস হাই স্কুলের সাবেক   প্রধান শিক্ষক নজরল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে রাস্তার ওই অংশটুকুর ঢালাই উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে বেহাল অবস্থায় পড়ে ছিল। যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করায় জনদূর্ভোগ অনেকটাই কমে যাবে।

সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহবায়ক এফএম শাহ আলম, যুগ্ম আহবায়ক রাজিব আহম্মেদ মাসুম, মিলন খাঁন, যুগ্ম আহবায়ক মানিক হাসান, সাবেক স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম প্রধান, ছাত্রনেতা সুব্রত, মাসুদ সেরাজ, রিফাত, তারিকুল, রুহুল, সুজন, সুমন, বিজয় ও রাব্বি প্রমূখ। উল্লেখ্য, ওই রাস্তাটি সংস্কার কাজের পরিকল্পনা ও সার্বিক সহযোগীতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক শেখসাদী সোহাগ।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই