• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পূজা নির্বিঘ্নে উদযাপনে মাঠে থাকবে বিএনপি

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পি.এম.
মো. হারুন-অর রশীদ। ছবি: সংগৃহীত

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মো. হারুন-অর রশীদের নির্দেশনায় পাংশায় নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তার নির্দেশনা বাস্তবায়নে সম্প্রতি পাংশা উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে উপজেলা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় হারুন-অর রশীদের বিভিন্ন দিক-নির্দেশনা তুলে ধরেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।

এ প্রসঙ্গে পাংশা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. রুহুল আমিন বলেন, “দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে বিএনপি'র পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সবসময় সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে। আমাদের নেতা হারুন-অর রশীদ এর নির্দেশনায় আমাদের যুবদলের নেতাকর্মীরা সবসময় বিভিন্ন এলাকায় দলভুক্ত হয়ে পূজা মণ্ডপগুলোতে সার্বিক সহযোগিতা করবে।”

তিনি আরও জানান, ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের দলের নেতাকর্মীরা সর্বাত্মক ভূমিকা রাখবে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে কাজ করলে একটি সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ