• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পি.এম.
প্রতীকী ছবি

ভেনেজুয়েলার উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) রিখটার স্কেলে ৬ দশমিক ১ মাত্রার এই কম্পনে কেঁপে ওঠে দেশটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল জুলিয়া রাজ্যের মেনে গ্রান্দে শহর থেকে ২৪ কিলোমিটার দূরে, যা রাজধানী কারাকাস থেকে প্রায় ৬০০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের সময় রাজধানী কারাকাসসহ একাধিক রাজ্যে আতঙ্কিত মানুষ রাস্তায় বের হয়ে আসেন। প্রতিবেশী কলম্বিয়ার সীমান্তবর্তী এলাকাতেও ভবন খালি করে বাইরে চলে আসেন বাসিন্দারা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভেনেজুয়েলার যোগাযোগমন্ত্রী ফ্রেডি ন্যানেজ জানান, একই দিনে দেশটিতে দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে একটি ৩ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প বারিনাস রাজ্যে আঘাত হানে। আরেকটি ৫ দশমিক ৪ মাত্রার কম্পন অনুভূত হয় জুলিয়া রাজ্যে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়