রাজবাড়ীতে তারুণ্যের উৎসবে মিনি ম্যারাথন


উৎসবমুখর পরিবেশে সহস্রাধিক প্রতিযোগীর অংশগ্রহণে রাজবাড়ীতে অনুষ্ঠিত হয়েছে দূরপাল্লার দৌড় প্রতিযোগিতা ‘মিনি ম্যারাথন-২০২৫’।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় নারী ও পুরুষ দুটি বিভাগে বিভক্ত হয়ে প্রতিযোগীরা এ ম্যারাথনে অংশ নেন। ‘তারুণ্যের উৎসব’ উপলক্ষে তরুণ প্রজন্মকে সুস্থ শরীরচর্চায় উদ্বুদ্ধ করা এবং তারুণ্যের শক্তি উদযাপনের লক্ষ্যেই রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সদর উপজেলার শ্রীপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। এ সময় পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
ম্যারাথন শ্রীপুরের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহীদ খুশি রেলওয়ে মাঠে এসে শেষ হয়। এতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। দৌড় দেখতে রাস্তার দুই পাশে ভিড় করেন হাজারো দর্শক।
প্রতিযোগিতার ফলাফলে, পুরুষ বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী মো. মারুফ শিকদার চ্যাম্পিয়ন এবং একই প্রতিষ্ঠানের রবিউল কাজী রানারআপ হন। নারী বিভাগে ডা. আবুল হোসেন ফুটবল একাডেমির প্রতিযোগী আল্পনা খাতুন চ্যাম্পিয়ন এবং ইয়াসিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আয়েশা আক্তার রানারআপের গৌরব অর্জন করেন।
পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার এবং পুলিশ সুপার মো. কামরুল ইসলাম।
এসময় জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “তারুণ্যের উৎসব উপলক্ষে সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত আমাদের বিভিন্ন কার্যক্রম থাকবে। মূলত তরুণদের সুস্থ সামাজিক ও সাংস্কৃতিক আয়োজনগুলোতেই আকর্ষণ করাই আমাদের লক্ষ্য। ইতোমধ্যে বইপড়া প্রতিযোগিতা শেষ হয়েছে, আজ ম্যারাথন হলো, সামনে আরও নানা আয়োজন রয়েছে। আমরা চাই আমাদের জেলার তরুণেরা পড়ালেখার পাশাপাশি সুস্থ ও স্বাভাবিক কার্যক্রমে যুক্ত থাকুক।”
ভিওডি বাংলা/ এমএইচ