• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দি-সোনাতলায় উন্নয়নের ৭ দফা রূপরেখা ঘোষণা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি    ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিলেন কর্নেল (অবঃ) মোঃ জগলুল আহসান, এসইউপি। বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে সারিয়াকান্দি পাবলিক ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এ সময় তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণে ৭ দফা অর্থনৈতিক কর্মপরিকল্পনা এবং নিজের রাজনৈতিক দর্শন উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে কর্নেল (অবঃ) জগলুল আহসান বলেন, “আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির রাজনীতি করে আসছি। সারিয়াকান্দি-সোনাতলার মানুষের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য। তাই ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়ে জনগণের সেবা করতে চাই।”

প্রস্তাবিত ৭ দফা কর্মপরিকল্পনা

১. কৃষি খাতের আধুনিকায়ন: ন্যায্যমূল্যে ফসল বিক্রি, কৃষি যান্ত্রিকীকরণ ও কৃষকের স্বার্থ রক্ষা।
২. শিক্ষা উন্নয়ন: প্রত্যন্ত অঞ্চলে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক সুযোগ-সুবিধা।
৩. স্বাস্থ্যসেবা প্রসার: গ্রামীণ হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত।
৪. যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন: নতুন সড়ক ও ব্রিজ নির্মাণ এবং পুরনো অবকাঠামোর সংস্কার।
৫. কর্মসংস্থান সৃষ্টি: তরুণদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ক্ষুদ্র ব্যবসায় ঋণ সহায়তা।
৬. নদীভাঙন প্রতিরোধ: যমুনা নদীর ভাঙন রোধে টেকসই বাঁধ ও পুনর্বাসন কার্যক্রম।
৭. বিদ্যুৎ ও জ্বালানি খাত: সর্বত্র বিদ্যুতায়ন ও বিকল্প জ্বালানির ব্যবহার সম্প্রসারণ।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, বিএনপি নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। কর্নেল (অবঃ) জগলুল আহসানের এ ঘোষণার পর থেকে সারিয়াকান্দি-সোনাতলার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ সঞ্চার হয়েছে। অনেকের মতে, তাঁর প্রার্থীতা এ আসনে বিএনপির শক্তিকে আরও সুসংহত করবে।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়