• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উত্তরের ৩ জেলায় দূরপাল্লার বাস চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

দেশের উত্তরাঞ্চলের তিন জেলা-চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার চালক, হেলপার বা সুপারভাইজার নয়; খোদ মালিকরাই বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে একতা ট্রান্সপোর্টের বাস ও লোকাল সার্ভিস চালু রয়েছে।

এর আগে এ মাসে দুই দফায় চালক, হেলপার ও সুপারভাইজাররা বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে বাস বন্ধ করেছিলেন। মালিকদের দাবি, শ্রমিকদের সেই দাবি মেনে নেওয়া হলেও তারা নতুন করে অযৌক্তিক দাবি তুলছেন। এ কারণে মালিকরাই এবার বাস বন্ধ করতে বাধ্য হয়েছেন।

বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের সঙ্গে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় বৈঠকে বেতন-ভাতা বাড়ানো হয়। বৈঠকের পর বাস চলাচল শুরু হলেও শ্রমিকেরা দূরপাল্লার বাস যত্রতত্র থামিয়ে যাত্রী তুলতে চান এবং খোরাকি ভাতার দাবি তোলেন। এতে ব্যবসা ব্যাহত হওয়ায় নতুন করে বিরোধ দেখা দেয়।

ফলে শ্রমিকেরা বাস চালাতে রাজি নন, মালিকরাও বর্তমান পরিস্থিতিতে বাস চালাতে চান না। তাই আপাতত তিন জেলার দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকবে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর শ্রমিকরা বাস বন্ধ করেছিলেন। মালিকদের আশ্বাসে দুদিন পর কাজে ফেরেন। কিন্তু বেতন-ভাতা না বাড়ানোয় ২২ সেপ্টেম্বর থেকে আবার কর্মবিরতি শুরু করেন। একদিন পর ফের মালিকরাই বাস বন্ধ করে দিলেন।

এতে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়