• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিবচরে র‌্যাবের অভিযানে আলোচিত হত্যা মামলার আসামী গ্রেপ্তার

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পি.এম.
কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ। ছবি: ভিওডি বাংলা

মাদারীপুর জেলার শিবচরের চরকাচিকাটা (সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মান্নান খানের বাড়ি সংলগ্ন) এলাকায় রানু বেগম (৬০) নামে এক বৃদ্ধা হত্যা মামলার আসামী আসামী কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ(৩০) কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।

এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তার সূচনালগ্ন থেকেই জঙ্গি, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে আপসহীন অবস্থানে থেকে কাজ করে আসছে। ক্লুলেস হত্যা মামলাসহ চাঞ্চল্যকর অপরাধের রহস্য উদ্ঘাটন ও আসামী গ্রেফতারে র‌্যাব দেশজুড়ে সমাদৃত। এরই ধারাবাহিকতায় মাদারীপুরের শিবচরে আলোচিত রানু বেগম হত্যা মামলার অন্যতম আসামী কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজ (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।

এজাহার সূত্রে জানা যায়, নিহত রানু বেগম (৬০) শিবচরের চর কাচিকাটা এলাকায় একা বসবাস করতেন। গত ২২ সেপ্টেম্বর দুপুরে তার ছেলে খোকন হাওলাদার মায়ের সাথে যোগাযোগ না পেয়ে প্রতিবেশীদের মাধ্যমে খবর পান। পরে তালাবদ্ধ ঘর ভেঙে স্থানীয়রা খাটের ওপর রানু বেগমের গলা কাটা মরদেহ দেখতে পান। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা রুজু হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।

ঘটনার গুরুত্ব বিবেচনায় র‌্যাব-৮, সিপিসি-৩, মাদারীপুর ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় শিবচরের পাচ্চর চরকান্দি এলাকা থেকে কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে নিহতের লুণ্ঠিত মোবাইল ফোনও উদ্ধার করে র‌্যাব।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রাসেল জানান, তিনি প্রায় ৯ মাস আগে রানু বেগমের বাড়িতে ভাড়াটিয়া ছিলেন। এক পর্যায়ে চুরির ঘটনার জন্য রানু বেগম তাকে সন্দেহ করলে উভয়ের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এতে তার মনে তীব্র ক্ষোভ জন্ম নেয়।

২১ সেপ্টেম্বর রাত ১১টার দিকে তিনি গোপনে রান্নাঘরে অবস্থান নেন। পরদিন সকালে সুযোগ বুঝে শয়নকক্ষে প্রবেশ করে ধারালো কাঁচি দিয়ে হাত ও গলায় আঘাত করে রানু বেগমকে হত্যা করেন। পরে দুটি মোবাইল ফোন, স্বর্ণালংকার, রাইস কুকার, কাপড় ও নগদ প্রায় দেড় হাজার টাকা লুট করে পালিয়ে যান। তার দেয়া তথ্যে জানা যায়, একটি মোবাইল ও স্বর্ণালংকার ইতিমধ্যে বিক্রি করেছেন তিনি।

উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শিবচর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্প।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই