• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

খাগড়াছড়িতে সেনাবাহিনীর গাড়ীতে হামলা

খাগড়াছড়ি প্রতিনিধি    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

খাগড়াছড়িতে ৮ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে এবং পাহাড়ের নারী নিপীড়নের বিরুদ্ধে মহাসমাবেশ করেছে জুম্ম ছাত্র জনতা।  

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে জুম্ম ছাত্র জনতার ব্যানারে খাগড়াছড়ি সরকারি কলেজ মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল  বের করে, মিছিলটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গি স্কয়ারে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে। 

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেক সেনাবাহিনীর গাড়ীতে হামলা করা হয়। সেনাবাহিনী বিরুদ্ধে নানা  শ্লোগান দিতে থাকে।
পার্বত্য অঞ্চল থেকে সেনাবাহিনী প্রত্যাহার করার দাবী জানান।  

এ সময় বক্তব্য রাখেন জুম্মো ছাত্র জনতার প্রতিনিধি কৃপায়ন ত্রিপুরা, কবিতা চাকমা, আকাশ ত্রিপুরা মারমা ও উক্যনু মারমা।

এ সময় বক্তারা বলেন পাহাড়ে নারী ধর্ষনের বিচার না হওয়ার কারনে, ধর্ষনকারীরা বার বার পার পেয়ে যান। যার কারনে ধর্ষনের মতো জগন্য ঘটনা বার বার ঘটে থাকে। তারা এই স্কুল ছাত্রীসহ সকল ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। 

উল্লেখ্য যে, মঙ্গলবার  সন্ধ্যায় প্রাইভেট পড়া শেষে বাড়ী ফেরার পথে এক স্কুল ছাত্রীকে চেতনা নাশক দিয়ে  সংঘবদ্ধভাবে ধর্ষন করে এক দল দৃর্বৃত্ত। 

তখন থেকে আন্দোলন করে আসছে জুম্ম ছাত্র জনতা নামে একটি ছাত্র সংগঠন। আইনশৃংখলা বানী থেকে বলা হয়। ধর্ষন কারীকে সাথে সাথে ধরে আইনের আওতায় আনা হয়। 

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার সমাবেশ থেকে সেনাবাহিনীর গাড়ীতে হামলাসহ সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান কেন? বুঝে উঠার আগে হামলা শুরু হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়