• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক    ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৬ পি.এম.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-ছবি সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইসরায়েলকে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীর দখল করতে দেবেন না। এছাড়া গাজা নিয়ে শিগগিরই কোনো সমঝোতা বা শান্তি সম্ভব হওয়ার আশাও প্রকাশ করেছেন তিনি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প বলেছেন, “আমি ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেব না... এটা কোনোভাবেই ঘটবে না।” তিনি এ মন্তব্য করার আগে হোয়াইট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিশ্লেষকরা বলছেন, পশ্চিম তীর ও গাজা নিয়ে বিশ্বজুড়ে চাপ বেড়েই চলছে-গাজা যুদ্ধ বন্ধ ও পশ্চিম তীরের দখলদারিত্ব বন্ধ করাতে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংগঠন ইসরায়েলের ওপর চাপ বাড়াচ্ছে। কিছু পশ্চিমা দেশ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতিও দিয়েছে। তবে নেতানিয়াহুর ডানপন্থি জোটের একাংশ পশ্চিম তীর দখলকে স্থায়ীভাবে মান্য করার পক্ষে অবস্থান নেয়।

ইইউর দুটি প্রধান দেশ-যুক্তরাজ্য ও জার্মানি-ইসরায়েলকে পশ্চিম তীর দখলের পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও বলেছেন, পশ্চিম তীর জবরদখলের পদক্ষেপ “নৈতিক, আইনগত ও রাজনৈতিকভাবে অগ্রহণযোগ্য” হবে।

ট্রাম্প অন্যান্য মধ্যপ্রাচ্য নেতাদের সঙ্গেও এ প্রসঙ্গে আলোচনা করেছেন এবং বলেন-“আমরা গাজা নিয়ে সমঝোতার বেশ কাছাকাছি এসেছি, হয়তো শান্তিও হতে পারে।” একই সময়ে ভিডিও ভাষণে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফরাসি শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বনেতাদের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। ৮৯ বছর বয়স্ক আব্বাসকে যুক্তরাষ্ট্র নিউইয়র্কে সরাসরি আসার জন্য ভিসা দেয়নি, ফলে তিনি ভিডিও লিংকের মাধ্যমে সাধারণ পরিষদে ভাষণ দেন।

আব্বাস ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। গত রোববার কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও পর্তুগাল প্রথম দফায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়-তারপর ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো, সান মারিনো, অ্যান্ডোরা ও ডেনমার্কও একই ঘোষণা করে। তবে যুক্তরাষ্ট্র এখনও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে বিরত; ওয়াশিংটনের যুক্তি-এটি হামাসকে পুরস্কৃত করার মতো হবে। আব্বাস স্পষ্ট করেছেন, “শাসনব্যবস্থায় হামাসের কোনো ভূমিকা থাকবে না।”

আব্বাস দাবি করেছেন, ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরে গাজা উপত্যকার পূর্ণ দায়িত্ব ফিলিস্তিন সরকার নেবে এবং পশ্চিম তীরের সঙ্গে এটি সংযুক্ত করা হবে। গত মঙ্গলবার জাতিসংঘে ট্রাম্প আরব ও মুসলিম নেতাদের সঙ্গে বৈঠকে পশ্চিম তীর দখলের বিরুদ্ধে সতর্ক করেন-সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানও জানান, মার্কিন প্রেসিডেন্ট এই ঝুঁকি ও বিপদের বিষয়টি ভালোভাবে বুঝে রয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
মাদ্রিদে ফিলিস্তিন সমর্থনে হাজারো মানুষের বিক্ষোভ
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
ট্রাম্পের নির্দেশ উপেক্ষা, গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪৬
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত
বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত