• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিবচরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শিবচর পৌর শহরের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে শিবচর উপজেলা শাখার উদ্যোগে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি কেন্দ্রীয় জামে মসজিদ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও একই স্থানে এসে সমাপ্ত হয়।

ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক মাদারীপুর-১ (শিবচর) আসনের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব হযরত মাওলানা আকরাম হুসাইন(হাফিঃ)।

সমাবেশে বক্তারা বলেন, জুলাই-গণঅভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য হয়নি বরং দেশ থেকে স্থায়ীরূপে স্বৈরতন্ত্র বিলোপের বাসনা থেকেই ছাত্র-জনতা রাজপথে নেমে এসেছিল এবং অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল।

তারা বলেন,জুলাই পরবর্তী বন্দোবস্ত অবশ্যই স্বৈরতন্ত্র প্রতিরোধক হতে হবে। সেজন্য পিআর হচ্ছে সবচেয়ে কার্যকর পদ্ধতি। তাই আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে।তাদের দাবিগুলো হলো-জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা,গণহত্যার বিচার,ফ্যাসিবাদের দোসরদের বিচারের আওতায় আনা ও বিচারকালীন কার্যক্রম নিষিদ্ধ করা,নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা এবং পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন করতে হবে।

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মুজাহিদ কমিটির শিবচর উপজেলা শাখার সদর মাওলানা আঃ সালাম, সেক্রেটারি মোঃ ফারুক হুসাইন, ইসলামী আন্দোলন শিবচর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আবুল খায়ের মনির, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বিএম.হেমায়েত উদ্দিন, পৌর শাখার সভাপতি মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা মোঃ নাসির উদ্দিন,মাহফুজুর রহমান ঢালীসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই