• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শারদীয় দুর্গাপূজা শুরু কাল, প্রস্তুত ৩৩ হাজার মণ্ডপ

নিজস্ব প্রতিবেদক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৮ পি.এম.
ছবি: সংগৃহীত

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামীকাল (রোববার) মহাষষ্ঠী থেকে শুরু হবে। পাঁচ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটবে ২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে।

এ বছর দুর্গাপূজার পরিধি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। সারাদেশে ৩৩,৩৫৫টি মণ্ডপ ও মন্দিরে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় ১,৮৯৪টি বেশি। ঢাকা মহানগরীতে ২৫৮টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর। মণ্ডপ নির্মাণ, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

শারদীয় পূজাকে কেন্দ্র করে দেশজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সরকারের নির্বাহী আদেশ অনুযায়ী বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে। এছাড়া শুক্রবার ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় দেশের মানুষ টানা চার দিনের ছুটি উপভোগ করতে পারবে।

এবারের পূজার প্রধান তিথিগুলো হলো- ২৮ সেপ্টেম্বর মহাষষ্ঠী, ২৯ সেপ্টেম্বর মহাসপ্তমী, ৩০ সেপ্টেম্বর মহাষ্টমী, ১ অক্টোবর মহানবমী এবং ২ অক্টোবর বিজয়া দশমী।

শাস্ত্রীয় মতে, এ বছর দুর্গার আগমন হচ্ছে গজে (হাতি), যা শান্তি, সমৃদ্ধি ও শস্যের প্রতীক। তবে দুর্গার প্রস্থান হবে দোলায় (পালকি), যা অশুভ ও মহামারীর ইঙ্গিত বহন করে। শাস্ত্রকারদের ব্যাখ্যা অনুযায়ী, দুর্গা ভক্তদের সকল বাধা, ভয় ও দুঃখ থেকে রক্ষা করেন। ‘মহাচণ্ডী’-তে উল্লেখ রয়েছে যে, ত্রেতা যুগে রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধে শক্তি বৃদ্ধির জন্য শরৎকালে মহামায়ার পূজা করেছিলেন, যা থেকে সনাতন ধর্মাবলম্বীরা প্রতিবছর এই উৎসব পালন করে আসছেন।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে পুলিশ, আনসার, র‌্যাব, বিজিবি এবং স্বেচ্ছাসেবক বাহিনী নিরাপত্তায় মোতায়েন থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে। ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষও খোলা হবে।

ঢাকেশ্বরী মন্দিরে পূজার পাশাপাশি ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, বস্ত্র ও মহাপ্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং বিজয়া শোভাযাত্রার আয়োজন করা হবে। এছাড়া রামকৃষ্ণ মঠ ও মিশন, তাঁতীবাজার, শাঁখারীবাজারসহ বিভিন্ন মন্দিরে ব্যাপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা সকল ধর্ম-বর্ণের নাগরিককে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
৫ দিনের সফরে ঢাকায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
প্রধান উপদেষ্টার সঙ্গে বৌদ্ধ ধর্মীয় নেতাদের শুভেচ্ছা বিনিময়
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ
রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ