• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রাঙ্গাবালীতে ইসলামী আন্দোলনের বিক্ষোভ সমাবেশ

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২০ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা শাখা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গাবালী উপজেলা কার্যালয় থেকে শুরু করে সদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাহেরচর সদরে চৌরাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মাওলানা মোহাম্মদ আনিসুর রহমানের সভাপতিত্বে মাহবুবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি এইচ এম আব্দুল হাকিম, জয়েন সেক্রেটারি মাস্টার সিদ্দিকুর রহমান। 

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাঁচ দফার দাবি করা। দাবিগুলো হলো :-

১. জুলাই সনদ এর ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন 
২. নির্বাচন পি আর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে 
৩. সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে 
৪. গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে 
৫. বিশেষ দায়ী ট্রাইবুনালের মাধ্যমে ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। 

মিছিল ও  সমাবেশে রাঙ্গাবালী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর অঙ্গ ও সহযোগী সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যুব আন্দোলন ইসলামী শ্রমিক আন্দোলনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা স্লোগান ও প্লে-কার্ডের মাধ্যমে তাদের দাবি তুলে ধরে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন,এ সময় সমাবেশ ও মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৫ দফা দাবি জনগণের সামনে তুলে ধরেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ