• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গৌরীপুরে বিশ্ব পর্যটন দিবস পালিত

গৌরীপুর প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষে  ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি এর আয়োজনে এবং এসিক অ্যাসোসিয়েশন গৌরীপুরের সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি কবি নুরুল আবেদীন। সঞ্চালনা করেন সাংবাদিক জহিরুল ইসলাম লিটন ও সহকারী অধ্যাপক মোশারফ হোসেন।

বিশ্ব পর্যটন দিবস উদযাপন পালনে উদ্যোগী ছিলেন সাংবাদিক রায়হান উদ্দিন সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুর প্রেসক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ (সাবেক অধ্যক্ষ, সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট), সমাজসেবক মোহাম্মদ তৌফিক বিন ইসলাম (সদস্য) প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ হুমায়ুন কবির, মাহফুজুর রহমান, ঝিন্টু দেবনাথ, মোঃ লুৎফুর রহমান খোকন, মোহসিন মিয়া। তরুণ উদ্যোগতা পাভেল মিয়া, সুলতানা আক্তার রিনি, মিলন মিয়া, তাহমিনা ইয়াসমিন, শাহাদত মিয়া প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা পর্যটনের গুরুত্ব তুলে ধরে বলেন, পর্যটন শুধু অর্থনৈতিক সমৃদ্ধির উৎস নয়, এটি একটি দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বে তুলে ধরার অন্যতম মাধ্যম।

প্রধান অতিথি কাজী আব্দুল্লাহ আল আমিন বলেন, “পর্যটন শিল্পকে বিকশিত করতে হলে স্থানীয় ঐতিহ্য সংরক্ষণ, পর্যটনবান্ধব পরিবেশ সৃষ্টি এবং জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।”

প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, “গৌরীপুরের ইতিহাস ও সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে পর্যটনকে কাজে লাগাতে হবে। এতে একদিকে কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে দেশও উপকৃত হবে।”

সমাজসেবক মোহাম্মদ তৌফিক বিন ইসলাম বলেন, “পর্যটন খাতে তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে। তাদের নতুন চিন্তাভাবনা ও উদ্যোগ পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভাপতি কবি নুরুল আবেদীন বলেন, “পর্যটন মানসিক প্রশান্তি, শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশে ভূমিকা রাখে। স্থানীয় ঐতিহ্যকে লালন করে এগিয়ে যেতে হবে।”

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়