গোদাগাড়ীতে নৌকাডুবিতে একজনের মৃত্যু


রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী এলাকায় শনিবার সকাল ১০টার দিকে নৌকাডুবিতে একজনের মৃত্যু হয়েছে এবং দুজন নিখোঁজ রয়েছেন।
মৃত ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০), বাড়ি কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দীলিপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।
স্থানীয়রা জানিয়েছেন, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) মারা গেলে তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়েছিল। এরপর এক নৌকায় ২০-২৫ জন আত্মীয়-মিত্র নদী পার হয়ে মরদেহ সমাহিত করার জন্য যাচ্ছিলেন। এ সময় স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।
বাকি সবাই সাঁতরে পারে উঠলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চলছিল শনিবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত।
প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে। তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি যাচাই করবেন।
ভিওডি বাংলা/ এমএইচ