• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় পুরস্কারে রানির সঙ্গে মেয়ে না থাকার কারণ

বিনোদন ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সম্প্রতি ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড কুইন রানি মুখার্জি। অনুষ্ঠানে তার সাজপোশাক থেকে শুরু করে প্রতিটি মুহূর্তই ছিল নজরকাড়া।

তবে সবচেয়ে বেশি চর্চা হয় রানি মুখার্জির কানের বিশেষ দুল নিয়ে। ভাইরাল ভিডিওতে দেখা গেছে, রানি কানে পরেছিলেন তার একমাত্র মেয়ে আদিরার নাম খোদাই করা একটি দুল। পরে রানি একটি সাক্ষাৎকারে প্রকাশ করেন এর পেছনের আবেগঘন গল্প।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রানি তার কানে পরেছিলেন তার একমাত্র মেয়ে আদিরার নাম খোদাই করা একটি বিশেষ দুল। দুলটির ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতেই কৌতূহল জাগে ভক্তদের মনে। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রানি মুখার্জি সেই রহস্যের আবরণ উন্মোচন করেন।

রানি জানান, জাতীয় পুরস্কারের মতো বিশেষ দিনে তার মেয়ে আদিরা তার সঙ্গে অনুষ্ঠানে যেতে চেয়েছিল। কিন্তু সেখানে ১৪ বছরের কম বয়সী শিশুদের প্রবেশাধিকার নেই বলে জানানো হয়।

অভিনেত্রী বলেন, ‘ও খুব জেদ করছিল অনুষ্ঠানে আসার জন্য। কিন্তু ১৪ বছরের কম বয়সীদের যেতে দেওয়া হবে না শুনে আমি ওকে বুঝিয়ে বললাম। এটা শুনে ও খুব মন খারাপ করে এবং বলে যে 'এটা ঠিক নয়, কারণ এত বড় দিনে ও আমার সঙ্গে নেই'।’

মেয়ের মন খারাপ ঘোচাতে মা রানি তখন এক অভিনব উপায় খুঁজে বের করেন। তিনি আদিরাকে বলেন, ‘চিন্তা করিস না, আমি অন্যভাবে তোকে আমার সঙ্গে নিয়ে যাব।’ রানি আরও বলেন, ‘ও আমার লাকি চার্ম। আমি সবসময় ওকে আমার সঙ্গে রাখতে চাই, আর এভাবেই আমি ওকে কাছে রাখতে পারি।’

মেয়ের মন খারাপ ঘোচাতে রানি একটি অভিনব উপায় বের করেন। তিনি বলেন, “ও আমার লাকি চার্ম। আমি সবসময় ওকে কাছে রাখতে চাই, তাই এই দুলের মাধ্যমে ওকে আমার সঙ্গে রেখেছি।”

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই রানি মুখার্জির সেই দুল নিয়ে রিল তৈরি করেছেন। পরে রানি সেই রিলগুলো আদিরাকে দেখিয়ে শান্ত করেছেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরবাজ-সুরা দম্পতির ঘরে কন্যা সন্তান
আরবাজ-সুরা দম্পতির ঘরে কন্যা সন্তান
সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন
সমালোচনায় আমার কিছু যায় আসে না : বাঁধন
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!
ভেস্তে যাচ্ছিল বিরাট-আনুশকার বিয়ে!