• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৯ পি.এম.
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মধুপুরে শিশুদের স্বাস্থ্য বিষয়ক আলোচনা এবং উপকারভোগী শিশুদের মাঝে স্বাস্থ্য সুরক্ষার সরঞ্জাম, শিক্ষা উপকরণ ও মশারী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে এগারো টায় উপজেলার বেরিবাইদ ইউনিয়নে প্রকল্পের হল রুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

শেড বোর্ড–বিবিসিএস বাংলাদেশ এর সহযোগিতায় ও   কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এবং মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের আয়োজনে শিশু স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবায়ের হোসেন। 

অনুষ্ঠানে প্রকল্পের এল.সি.সি কমিটির চেয়ারম্যান সুপেন্দ্র হাদিমা'র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য বিষু চন্দ্র বৈষ্ণব। মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্পের সমাজ কর্মী চিনি মিজার কুবি'র উপস্থাপনায় স্বাগতিক বক্তব্য রাকেন প্রকল্প ব্যবস্থাপক জিউস হাগিদক। 

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুবার হোসেন, শিশুদের স্বাস্থ্যসচেতনতা এবং শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। তিনি বলেন, শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত না হলে তাদের মানসিক ও শারীরিক বিকাশ ব্যাহত হয়। তাই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় উপকরণ বিতরণের মাধ্যমে শিশুদের সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বরেন, যেখানে অধিকাংশ বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থা (এনজিও) যেখানে শুধুমাত্র ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করে, ঋণ পরিশোধ করতে না পেরে আত্মহত্যার ও সংবাদ পাই। সেই জায়গা থেকে সরে এসে " মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প" নামে এনজিওটি শিশুদের জীবনমান, শিক্ষা, শিশুস্বাস্থ্য ও স্যানিটেশন, সামাজিক নিরাপত্তা নিয়ে কাজ করছে। ভালো লেগেছে তাদের দায়িত্ববোধ দেখে। সরকারের পাশাপাশি বেসরকারি এনজিও গুলোকে এরকম কাজ করার আহ্বান জানান তিনি ।

অনুষ্ঠান শেষে ২৯৩ জন শিশুদের হাতে স্বাস্থ্য সরঞ্জাম, শিক্ষা উপকরণ ও মশারী এবং ১২ জন নারী ফুটবল খেলোয়াড়দের খেলা সামগ্রী তুলে দেওয়া হয়। এতে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
অটোরিকশা ও হকারে স্থবির ফেনী শহর
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
সাতক্ষীরা প্রেসক্লাবের ৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি
কুড়িগ্রামের কালজানি নদী দিয়ে ভেসে আসছে গাছের গুড়ি