• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তামিলনাড়ুতে বিজয়ের জনসভায় পদদলন, নিহত অন্তত ২০

আন্তর্জাতিক ডেস্ক    ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ পি.এম.
সংগৃহীত ছবি

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর করুর জেলায় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে অন্তত ২০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ। আহত হয়েছেন কয়েক শতাধিক মানুষ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বিজয়ের দল তামিলাগা ভেট্ট্রি কাজগম (টিভিকে)-এর আয়োজিত ওই সমাবেশে সকাল থেকেই ভিড় জমে। প্রায় ছয় ঘণ্টা অপেক্ষার পর বিজয় দেরিতে আসেন, এতে অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

অতিরিক্ত ভিড়ের কারণে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে গিয়ে বিশৃঙ্খলা দেখা দেয় এবং পদদলনের ঘটনা ঘটে। বিজয় হঠাৎ বক্তব্য শেষ করে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে পানি বিতরণে সহায়তা করেন।

খবর পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যান তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান। মুখ্যমন্ত্রী এম কে স্টালিন দ্রুত চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন এবং ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র : এনডিটিভি

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
ইন্দোনেশিয়ায় বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ২০
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
আতিফ আসলামের কনসার্টে ফ্রি শাটল ও কম টিকিট মূল্য
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়
মুর্শিদাবাদে বাবরি মসজিদের তহবিলে কোটি টাকার পাহাড়