• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সর্বোচ্চ আইন-শৃঙ্খলা নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৯ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। আজ বিকাল ৩টায় জেলা পুলিশ লাইন্স মিলনায়তনে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার  এহতেশামুল হক। তিনি আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বলেন, “পূজা মণ্ডপকে ঘিরে যেকোনো ধরনের অশান্তি বা বিশৃঙ্খলা রোধে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। দায়িত্বপালনে কোনো গাফিলতি করা যাবে না। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান অঙ্গীকার।”

তিনি আরো বলেন, পূজা উদযাপন কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবক দলের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্বপালন করতে হবে। যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর সুযোগ না পায়। উৎসবমুখর পরিবেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে উদযাপন করতে পারে এটাই পুলিশের প্রধান লক্ষ্য।

ব্রিফিংয়ে সদর থানাধীন ১০টি ইউনিয়নের প্রায় ১০০ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা এতে অংশ নেন।

সভায় জানানো হয়, দুর্গাপূজার প্রতিটি মণ্ডপকে ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি গ্রাম পুলিশ, আনসার সদস্য, স্বেচ্ছাসেবক ও পূজা উদযাপন কমিটির সদস্যরা নিরাপত্তা কাজে অংশ নেবেন। গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা, মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। এছাড়া মণ্ডপের আশেপাশে ভ্রাম্যমাণ টহল টিম ও পুলিশের বিশেষ চৌকস ইউনিট দায়িত্ব পালন করবে।

সভায় পুলিশ সুপার আশা প্রকাশ করেন, জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত উদ্যোগের মাধ্যমে এবারও ব্রাহ্মণবাড়িয়ায় শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই