• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কর্মশালা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম" প্রকল্পের আওতায় ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে গণমাধ্যমকর্মীদের সমন্বয়ে জেলা পর্যায়ে পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে কুড়িগ্রাম জেলা জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের সিভিল সার্জন জনাব ডা: স্বপন কুমার বিশ্বাস।

এসময় জেলা তথ্য অফিসার শাহজাহান আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকার উপ-পরিচালক রিয়াজুল ইসলাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডাঃ আতিকুর রহমান প্রমুখ। 

কর্মশালায় জেলা পর্যায়ের গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব, ক্যাম্পেইন কার্যক্রম বাস্তবায়ন এবং গণসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
কুরআনকে অবমাননায় শিবচরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
খাগড়াছড়ির পানছড়িতে গহীন জঙ্গলে সেনা অভিযান
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়
ডাসারে লক্ষ্মীপূজা উপলক্ষে নৌকা বাইচে দর্শনার্থীদের ভীড়