• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

‌‘আমি এখনো অভিনয় শিখছি’: তমা মির্জা

বিনোদন ডেস্ক    ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১০ পি.এম.
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা। সংগৃহীত ছবি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা অভিনয়ে মেধা ও দক্ষতা প্রমাণ করে দর্শকের হৃদয় জয় করেছেন। তবে নিজেকে এখনো শিক্ষানবিশ মনে করেন তিনি।

এক সাক্ষাৎকারে তমা মির্জা বলেন, “আমি এখনো অভিনয় শিখছি। আমার মনে হয় আমি কিছুই পারি না, প্রতিনিয়ত ভুল করছি। আরও ভালো করা উচিত। তাই চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা

অভিনয়ের পাশাপাশি সঙ্গীতপ্রেম নিয়েও খোলামেলা কথা বলেন এই নায়িকা। তার ভাষ্যে, “আমি গান শুনতে ভীষণ ভালোবাসি। অবসর পেলেই হয় সিনেমা দেখি, না হলে গান শুনি। রোমান্টিক, স্যাড কিংবা কাওয়ালী—সব ধরনের গানই শুনতে ভালো লাগে। তবে গাইতে পারি না, কারণ আমার গানের গলা একদমই খারাপ।”

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা তমা মির্জা।

তিনি মনে করেন গান একেবারেই গড গিফটেড ট্যালেন্ট। “যেমন অসাধারণ সুর অন্যরা গেয়ে থাকে, আল্লাহ আমাকে সেই ক্ষমতা দেননি। তবে অভিনয়ের দক্ষতা দিয়েছেন, সেটাই দিয়ে আমি চেষ্টা করছি দর্শকের মন জয় করতে।”

ভিওডি বাংলা/ আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
অস্কারের পর আবারও মনোনীত লিওনার্দো ডিক্যাপ্রিও
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
ময়ূরপঙ্খী'র মিডিয়া ডিরেক্টর হলেন সাংবাদিক জয় শাহীন
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি
আসিফের মন্তব্যে ক্ষুব্ধ ওমর সানী, ভিডিও বার্তায় হুঁশিয়ারি