• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

পেড়লী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

নড়াইল প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৪ পি.এম.
মোঃ জারজিদ মোল্যা। ছবি: সংগৃহীত

নড়াইলের কালিয়া উপজেলার ১১ নং পিরোলী ইউনিয়ন চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।  এ ঘটনায় ওই ইউনিয়নের সকল ইউপি সদস্যরা চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ইউএনও কালিয়া বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। 

অভিযোগ সূত্রে জানা গেছে ,  বর্তমান চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যা ইউনিয়ন পরিষদে কোন মাসিক মিটিং করেন না। সদস্যদের স্বাক্ষর জাল করে ইউপি সচিব মোঃ ইব্রাহিম হুসাইন এর সহযোগিতায় রেজুলেশন খাতায় বিভিন্ন প্রকল্পের নামের তালিকা করে উপজেলায় জমা দেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির নামের তালিকা নিজের ইচ্ছামত করেন এবং উপজেলা মাসিক মিটিংয়ে ও তিনি হাজির হন না। চেয়ারম্যান এর স্বেচ্ছাচারিতায় ও ইউপি সচিব এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রকল্পের টাকা উত্তোলন সহ বয়স্ক, বিধবা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিডি, কাবিখা, টি, আর প্রকল্পের কাজ না করে মনগড়া প্রকল্প বাস্তবায়ন কমিটি করে রেজুলেশনে ইউপি সদস্যদের স্বাক্ষর জাল করে বিল উত্তোলন করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অনেকগুলো নাশকতা মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন ইউপি সদস্যরা।

এ বিষয়ে চেয়ারম্যান মোঃ জারজিদ মোল্যকে একাধিকবার ফোন দিলেও পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ এমএইচ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে প্লাবন শুরু
সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধিতে নিম্নাঞ্চলে প্লাবন শুরু
শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
শহীদ জোবায়ের স্মৃতি মোটর বাইক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
তাড়াশে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি
তাড়াশে স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি