• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

ফেনীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে ফেনী জেলা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকালে ফাজিলপুর রাজ মহল কনভেনশন সেন্টার, বটতলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা রহিম উল্যাহ ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় শ্রম-বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাকের পার্টির সহ-সভাপতি, উপজেলার বিভিন্ন সভাপতি এবং সহযোগী সংগঠনের সভাপতি বৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জহির উদ্দিন শিমুল।

সভায় সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ভূঁঞা। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নুরুল আফছার ফাহিম এবং ফেনী সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নুরুল আমিন আইয়ুব।

সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মাওলানা নুরুল আমিন।

এ সময় বক্তারা বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি অবহেলিত মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য।”

এ ছাড়াও যুব-স্বেচ্ছাসেবক ফ্রন্ট ফেনী জেলার সহ-সভাপতি মো. মোস্তফা লিটন সভায় বক্তব্য রাখেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই