• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ফেনীতে জাকের পার্টির সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত

ফেনী প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২৭ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে ফেনী জেলা জাকের পার্টি ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে সাংগঠনিক জনসভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৫) সকালে ফাজিলপুর রাজ মহল কনভেনশন সেন্টার, বটতলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান সমন্বয়কারী হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাকের পার্টির সভাপতি আলহাজ্ব মাওলানা রহিম উল্যাহ ভূঁঞা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির কেন্দ্রীয় শ্রম-বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা জাকের পার্টির সহ-সভাপতি, উপজেলার বিভিন্ন সভাপতি এবং সহযোগী সংগঠনের সভাপতি বৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফেনী জেলা জাকের পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী জহির উদ্দিন শিমুল।

সভায় সার্বিক তত্ত্বাবধান করেন ফেনী জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক রফিকুল ভূঁঞা। এছাড়া সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নুরুল আফছার ফাহিম এবং ফেনী সদর উপজেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক নুরুল আমিন আইয়ুব।

সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলার ১২ নং ফাজিলপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মাওলানা নুরুল আমিন।

এ সময় বক্তারা বলেন, “আমরা ক্ষমতার রাজনীতি করি না। আমরা রাজনীতি করি অবহেলিত মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ের জন্য।”

এ ছাড়াও যুব-স্বেচ্ছাসেবক ফ্রন্ট ফেনী জেলার সহ-সভাপতি মো. মোস্তফা লিটন সভায় বক্তব্য রাখেন।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে শিমুল-হাবিবসহ আহত ৪
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
মাদারীপুরে সেই নবজাতকের ঠাঁই হলো সিঙ্গাপুর প্রবাসীর ঘরে
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ
অনিয়মের অভিযোগে অবরুদ্ধ প্রধান শিক্ষককে উদ্ধার করলো পুলিশ