• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

স্মার্টফোনের ব্যাটারি ফুলে গেলে করণীয় ও বর্জনীয় কাজ

নিজস্ব প্রতিবেদক    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০১ পি.এম.
ছবি: সংগৃহীত

হঠাৎ যদি মোবাইল ফোনের পেছনের ঢাকনা উঁচু হয়ে যায় বা ব্যাটারি ফেঁপে উঠে, বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়। প্রযুক্তি বিশেষজ্ঞরা সতর্ক করছেন-এমন অবস্থায় শুধু ফোন নয়, ব্যবহারকারীর জীবনও ঝুঁকিতে পড়তে পারে।

কেন ফুলে যায় ব্যাটারি?

স্মার্টফোনে ব্যবহৃত লিথিয়াম-আয়ন পলিমার ব্যাটারিতে রাসায়নিক উপাদান ও ইলেক্ট্রোলাইট থাকে। দীর্ঘদিন ব্যবহার, অতিরিক্ত চার্জিং বা নিম্নমানের চার্জার ব্যবহারে ভেতরের রাসায়নিক গ্যাসে পরিণত হয়ে ব্যাটারি ফুলতে পারে।

প্রধান কারণসমূহ:

দীর্ঘ সময় ফোন চার্জে রাখা

ফোন অতিরিক্ত গরম হওয়া

সস্তা বা অনুমোদনহীন চার্জার ব্যবহার

ব্যাটারির আয়ু শেষ হয়ে যাওয়া

শর্টসার্কিট বা অভ্যন্তরীণ ত্রুটি

ঝুঁকি:

ফুলে যাওয়া ব্যাটারি বিস্ফোরণ বা আগুন লাগার কারণ হতে পারে। নির্গত গ্যাস বা তরল ত্বক ও চোখে ক্ষতি করতে পারে এবং আশপাশের মানুষের জন্যও ঝুঁকি তৈরি করে।

করণীয়:

সঙ্গে সঙ্গে ফোন বন্ধ করে চার্জার খুলে ফেলুন।

ব্যাটারি আলাদা করা সম্ভব হলে সতর্কভাবে খুলুন।

ব্যাটারিতে কোনো অবস্থাতেই ছিদ্র করবেন না।

ফোন বা ব্যাটারি গরম থাকলে ঠান্ডা স্থানে রাখুন (পানির কাছে নয়)।

ব্যাটারি পরিবর্তনের জন্য অনুমোদিত সার্ভিস সেন্টারের সঙ্গে যোগাযোগ করুন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ব্যাটারি ফুলে গেলে দেরি না করে দ্রুত পদক্ষেপ নেওয়াই নিরাপদ সমাধান।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
একই ফোনে দুটি WhatsApp অ্যাকাউন্ট চালানো এখন সহজ
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
পিলিয়ন সিট উঁচু হয় কেন?
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার
৩ ধরনের মোবাইল ফোন বন্ধ করতে যাচ্ছে সরকার