• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত কিশোরগঞ্জে দূর্গামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি বিলকিস ইসলাম পুলপাড় রায়ের বাজার মন্দির পরিদর্শনে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মালদ্বীপে রফিকুল আলম মজনুকে সংবর্ধনা শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে ঢাকেশ্বরী মন্দির পূঁজা মন্ডপ পরিদর্শনে বিএনপি চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক

গৌরীপুরে মহাঅষ্টমীতে ৫৫টি পূজামণ্ডপে কুমারী পূজা সম্পন্ন

গৌরীপুর প্রতিনিধি    ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৩ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শারদীয় দুর্গোৎসবকে ঘিরে চলছে আনন্দ-উৎসবের আমেজ। উপজেলার গ্রাম থেকে শহরজুড়ে পূজার ছোঁয়া লেগেছে সর্বত্র।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মহাঅষ্টমীর দিনে উপজেলার মোট ৫৫টি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান আচার কুমারী পূজা অনুষ্ঠিত হয়।

পৌর এলাকায় ১৭টি পূজামণ্ডপসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নে চলছে পূজা উদযাপন। এর মধ্যে মইলাকান্দা ইউনিয়নে ৮টি, শ্যামগঞ্জ বাজারে ৭টি, ২নং গৌরীপুরে ৫টি, অনন্তপুরে ৫টি, মাওহায় ২টি, সহনাটিতে ১টি, বোকাইনগরে ৩টি, রামগোপালপুরে ২টি, ডৌহাখলায় ১০টি এবং ভাংনামুরী ও সিধলায় একটি করে পূজা অনুষ্ঠিত হচ্ছে।

পৌর এলাকার মাস্টারপাড়া, বাগানবাড়ী, কালিখলা, ষ্টেশন রোড, মধ্যবাজার, হরিজন পল্লী, বালুয়াঘাট ঋষিপাড়া, দুর্গাবাড়ি, কালীবাড়ি, পাছেরকান্দা, ঘোষপাড়া, কৃষ্ণপুর রাজবাড়ি ও কচিকাঁচা পূজা মন্দিরসহ বিভিন্ন স্থানে পূজামণ্ডপগুলো সুদৃশ্য প্যান্ডেল, তোরণ এবং আলোকসজ্জায় সাজানো হয়েছে।

শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজা মন্দির কমিটির সভাপতি পলাশ কান্তি বলেন, “প্রতিবছরের মতো এবারও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের এই মিলনমেলা আমাদের সামাজিক সম্প্রীতি আরও দৃঢ় করে।”

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি কমল সরকার জানান, “পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে পূজামণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন হচ্ছে। সবাই মিলেমিশে আনন্দ-উৎসবে অংশ নিচ্ছেন।”

পূজা চলাকালীন প্রতিটি মণ্ডপে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার টহলসহ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন।

আগামী ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
সাতক্ষীরা শিক্ষকদের ৫ দফা দাবি বাস্তবায়নের সংবাদ সম্মেলন
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকবৃন্দের ৫দফা দাবি
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই
গুইমারায় আগুনে ১৯ টি দোকান পুড়ে ছাই