• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছনুয়া ইউনিয়নে নিজ উদ্যোগে রাস্তাঘাট মেরামত

ফেনী প্রতিনিধি    ৩ অক্টোবর ২০২৫, ০১:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

ফেনীর ১০নং ছনুয়া ইউনিয়নের ছনুয়া মেইন রোডে স্থানীয় জনগণের উদ্যোগে রাস্তা মেরামতের কাজ সম্পন্ন হয়েছে। নিজস্ব অর্থায়নে এ কার্যক্রমের তত্ত্বাবধান করেন ইউনিয়ন বিএনপির  যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

মেরামত কাজে উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদল নেতা এমদাদ হোসেন হৃদয়, মুজাহিদুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও যুবদল নেতা এমদাদ হোসেন ইমন, শাকিল,আজিজ,  মুন্না, জিসান ও মাইনউদ্দিন এ কার্যক্রমে অংশ নেন।

এ সময় স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে রোগী ও গর্ভবতী নারীদের যাতায়াত এবং স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের চলাফেরায় ভোগান্তির শেষ নেই। স্থানীয় প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ করেন তারা।

স্থানীয় এক রিকশাচালক ক্ষোভ প্রকাশ করে বলেন, “সবার ভাগ্য ভালো হলেও আমাদের মধ্যম ছনুয়া ইউনিয়নবাসীর ভাগ্য খারাপ। রিকশা চালাতে গেলে মোটর ভেঙে যায়, রোগী নিতে গেলে আরও ভোগান্তি পোহাতে হয়।”

অতিদ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভিওডি/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
১০ ডিসেম্বর মাদারীপুর মুক্ত দিবস
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
ধানের শীষ হচ্ছে সবার নির্ভরযোগ্য প্রতিক: মিলন
কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা
তারুণ্যনির্ভর বাংলাদেশ গড়তে কুড়িগ্রামে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা