• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বাংলাদেশ প্রশ্নে সবাই এক: আখতার হোসেন

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ১১:১৩ এ.এম.
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন-ছবি সংগৃহীত

রাজনৈতিক মতপার্থক্য ও দর্শনে ভিন্নতা থাকলেও, বাংলাদেশের স্বার্থে সবাই এক ও অভিন্ন-এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

যমুনা টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুক্ত করা এই ঐক্যেরই প্রতিফলন, যা বিশ্ব মঞ্চেও প্রশংসিত হয়েছে।

আখতার হোসেন বলেন, “আমরা নিউইয়র্কে আসার পর আওয়ামী সন্ত্রাসীরা বিব্রতকর পরিস্থিতি তৈরির চেষ্টা করেছিল। তবুও প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে স্পষ্ট করে বলেছেন-বাংলাদেশে যেন আর কোনো স্বৈরশাসন ফিরে না আসে, কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করে জনগণের ওপর জুলুম-নির্যাতন চালাতে না পারে।”

তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর মতের অমিল থাকতে পারে, এজেন্ডাও আলাদা হতে পারে, কিন্তু বাংলাদেশ প্রশ্নে আমরা এক। প্রধান উপদেষ্টার সবাইকে নিয়ে চলার মানসিকতাকে আমরা ইতিবাচকভাবে দেখি।”

এনসিপি নেতা জানান, এবারের সফর প্রমাণ করেছে-রাজনৈতিক মতের ভিন্নতা থাকা সত্ত্বেও নেতারা একসাথে কাজ করতে পারেন। গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব দল ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন আখতার হোসেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী