গাজায় সামরিক অভিযান হ্রাস করেছে ইসরায়েল


ফিলিস্তিনের গাজা উপত্যকায় সামরিক অভিযান হ্রাস করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। ইসরায়েলের বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, শুক্রবার (৩ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানানোর পরই প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আইডিএফ-কে হামলা থামানোর নির্দেশ দেন।
ইসরায়েলের আর্মি রেডিও জানিয়েছে, গাজায় অভিযান পুরোপুরি থামানো হয়নি; তবে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ হামলা, বোমা ও গোলাবর্ষণ বন্ধ করা হয়েছে, তবে অবস্থান ও টহল অব্যাহত রয়েছে।
গত সপ্তাহে ট্রাম্প ২০ পয়েন্ট সম্বলিত গাজায় যুদ্ধবিরতির একটি পরিকল্পনা উপস্থাপন করেন। এতে সম্মতি জানিয়েছেন নেতানিয়াহু, তবে গাজা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাস তখনো সাড়া দেয়নি। শুক্রবার ট্রাম্প হামাসকে আল্টিমেটাম দেন। তার কয়েক ঘণ্টার মধ্যে হামাস জানায়, তারা ইসরায়েলি জিম্মিদের মুক্তি ও গাজার প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের প্রস্তাবে রাজি।
হামাসের সম্মতির পর ট্রাম্প ইসরায়েলকে যুদ্ধাবসান কার্যকর করার আহ্বান জানান। এরপর ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর জানায়, গাজায় যুদ্ধাবসান এবং ট্রাম্পের প্রশাসনের সঙ্গে সহযোগিতায় পূর্ণ প্রস্তুতি রয়েছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
ভিওডি বাংলা/জা