ইউনূস চোর বাটপারদের সুযোগ করে দিয়েছে : ইলিয়াস


সাংবাদিক ইলিয়াস হোসাইন বলেছেন, জনগণের সমর্থন আর সম্মানকে কাজে লাগাতে পারেনি ইউনূস সরকার। উল্টো চোর বাটপারদের সুযোগ করে দিয়েছে। এমনকী নিজেও এই সুযোগ কাজে লাগিয়েছে।
শনিবার (৪ অক্টাবর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এসব কথা বলেন ইলিয়াস হোসাইন।
পোস্টে ইলিয়াস লেখেন, এদেশে এত একচেটিয়া জনসমর্থন আর ভালোবাসা ড. ইউনূসের আগে কেউ পায়নি। কিন্তু ইউনূস সুযোগটা কাজে না লাগিয়ে চোর বাটপারদের লুটপাটে সুযোগ করে দিল, নিজেও...!
ইলিয়াসের সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ সমর্থন জানিয়ে লিখেছেন, ‘এই দেশের ক্ষমতার চেয়ারটা হচ্ছে লুটেরাদের কেনা চেয়ার।’ কারো মন্তব্য, ‘এ দেশের জনগণের কপালে ভালো কিছু নেই!’ কেউ লিখেছেন, ‘একজন সুদের উদ্যোক্তা ও ম্যানেজারের থেকে এর বেশি আশা করাই ভুল হয়েছে।
ভিওডি বাংলা/ এমএইচ