• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চিকিৎসা শেষে দেশে ফিরলেন নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক    ৪ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পি.এম.
নুরুল হক নুরকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা। সংগৃহীত ছবি

সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানান, শারীরিক জটিলতার কারণে নুর সিঙ্গাপুরে চিকিৎসা নিতে গিয়েছিলেন। চিকিৎসা শেষে দেশে ফেরার পর বিমানবন্দরে তাকে স্বাগত জানান সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন নুর। এসময় তার মাথায় আঘাত লাগে ও নাকের হাড় ভেঙে যায়। প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হলেও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ১৮ দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন তিনি।

দেশে চিকিৎসার পরও শারীরিক জটিলতা দেখা দিলে মেডিকেল বোর্ডের পরামর্শে ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুর। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ১২ দিন চিকিৎসা শেষে তিনি দেশে ফিরলেন।

ভিওডি বাংলা/ আরিফ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
ভারতের কনসার্ন নয়, জনগণের ম্যান্ডেটে ক্ষমতায় চাই: হাসনাত
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
মতপার্থক্য ভুলে গণঅভ্যুত্থানের ত্যাগ রক্ষার আহ্বান ফখরুলের
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী
ক্ষমতায় গেলে দুর্নীতিবিরোধী যুদ্ধের ঘোষণা বিএনপির: রিজভী