পিআর পদ্ধতিতে নির্বাচন হতে দেব না-কামাল


শিবচরে বিএনপি'র ৩১ দফা ও নির্বাচনী প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। “পি আর পদ্ধতিতে এ দেশে নির্বাচন হতে দেব না। এটি শুভঙ্করের ফাঁকি, সাধারণ মানুষকে ধোঁকা দেওয়ার একটি চক্রান্ত।”
শনিবার (৪ অক্টোবর) বিকেলে শিবচরের বহেরতলা উত্তর ইউনিয়ন আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন মাদারীপুর জেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি, শিবচর উপজেলা বিএনপি’র সাবেক আহ্বায়ক ও নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সদস্য কামাল জামান (নুরুদ্দিন) মোল্লা।
তিনি বলেন, “এই দেশে নির্বাচনের জন্য প্রয়োজন স্বচ্ছ ও প্রচলিত পদ্ধতি, যেখানে জনগণের মতামত প্রতিফলিত হবে। পি আর পদ্ধতি নামক এই প্রহসনের মাধ্যমে ভোটাধিকার হরণ করা হবে। তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমেই জাতির প্রকৃত কল্যাণ সম্ভব।”
শনিবার বিকেলে শিবচরের বহেরতলা দক্ষিণ ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সরকারেরচর উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন শিবচর উপজেলা বিএনপির নবনির্বাচিত আহবায়ক শাহাদাত হোসেন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র নবনির্বাচিত যুগ্ম-আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা।তিনি বলেন,“আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং কৃষক-শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষ উন্নত জীবন পাবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়াই বিএনপি’র প্রধান লক্ষ্য।”
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় নেতা মশিউর রহমান,ঢাকা মহানগর উত্তর বনানী থানা বিএনপি'র যুগ্ম-আহ্বায়ক ইমাম হোসেন নুর,শিবচর উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন সেলিম খান, নবনির্বাচিত সদস্য শহিদুল ইসলাম (শহীদ চেয়ারম্যান), মাহবুব মাদবর, জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নারগিস আক্তার, উপজেলা বিএনপি নেতা তাজউদ্দীন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।
সভা শেষে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
ভিওডি বাংলা/ এমএইচ