বেলুচিস্তানে অভিযানে ১৪ ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত


পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলার জেহরি এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযানে ‘ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর’ অন্তত ১৪ জন সদস্যকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। শনিবার (৪ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
সূত্র জানায়, সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হলে ১৪ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বাকি সন্ত্রাসীদের নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযানে (আইবিও) সাতজন ‘ভারতপন্থি সন্ত্রাসী’ নিহত হয়। ওই অভিযানে টিটিপি (তেহরিক-ই-তালিবান পাকিস্তান) সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ হয়।
এদিকে, সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের জুলাই–সেপ্টেম্বর সময়ে পাকিস্তানে সহিংসতা ৪৬ শতাংশ বেড়েছে। এই তিন মাসে ৩২৯টি ঘটনায় ৯০১ জন নিহত ও ৫৯৯ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৫১৬ জন সন্ত্রাসী, ২১৯ জন সাধারণ নাগরিক এবং ১৬৬ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। সহিংসতার বেশিরভাগই ঘটেছে খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে, যা মোট ঘটনার ৯৬ শতাংশেরও বেশি।
সূত্র: জিও নিউজ
ভিওডি বাংলা/ আরিফ